ফেসবুকে এড বন্ধ করার উপায় - মোবাইলে বিরক্তিকর এড বন্ধ করার উপায়

 

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার বা সামাজিক যোগাযোগ মাধ্যম এর সঙ্গে যুক্ত নেই এমন মানুষ খুব কমই আছে । যখন এই সোশ্যাল মিডিয়াতে আমরা গুরুত্বপূর্ণ ভিডিও বা পোস্ট পড়ি তখন নানা রকমের অ্যাড আমাদের সামনে চলে আসে, যা অনেক বিরক্তিকর লাগে। কিভাবে মোবাইলে বিরক্তিকর এড বন্ধ করার উপায় বিস্তারিত জেনে নিন। 

মোবাইলে বিরক্তিকর এড বন্ধ করার উপায় বিস্তারিত জেনে নিন

সামাজিক যোগাযোগ মাধ্যমের বড় বড় প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, ইউটিউব, গুগল, ইমু ইত্যাদি প্লাটফর্মের বিরক্তিকর অ্যাড কিভাবে দূর করা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি আপনার ফোনের বিরক্তিকর অ্যাডগুলি বন্ধ করতে চান তাহলে এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

পোস্ট সূচীপত্রঃ মোবাইলে বিরক্তিকর এড বন্ধ করার উপায় বিস্তারিত জেনে নিন


ফেসবুকে এড বন্ধ করার উপায়

ফেসবুক হলো পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় একটি সামাজিক প্ল্যাটফর্ম। যেখানে মানুষ চিত্ত বিনোদনের উদ্দেশ্যে ভিজিট করে থাকেন। প্রথমে ফেসবুক এন্টারটেইনমেন্ট বা শুধু মাত্র বন্ধুত্ব স্থাপনের ক্ষেত্রে ব্যবহৃত করা হলেও বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর এক বিশাল ক্ষেত্র হিসেবে বিবেচিত হয়। 

আমরা যখন ফেসবুকে কোন গুরুত্বপূর্ণ ভিডিও বা পোস্টে ক্লিক করি অথবা কোন গুরুত্বপূর্ণ কাজ করে থাকি তখন হঠাৎ আমাদের ডিসপ্লে তে বারবার অপ্রাসঙ্গিক অ্যাড শো হতে থাকে যার ফলে আমরা ডিস্টার্ব হই। আজ আমি আপনাদেরকে বলবো কোন প্রকার সফটওয়্যার ছাড়াই শুধু ফেসবুকের সেটিং থেকে এই অপরিয়োজনীয় বিরক্তিকর অ্যাড কিভাবে বন্ধ করবেন।


ফেসবুকে বিরক্তিকর এড কিভাবে বন্ধ করবেন তা স্টেপ বাই স্টেপ দেখে নিন -

  • প্রথমে আপনি ফেসবুকে ভিজিট করবেন তারপর দেখবেন মেনুবারের ডান সাইডে 3 ডট আইকন থাকবে ওটাতে ক্লিক করবেন।




  • ক্লিক করার পর নিচের দিকে মিসকল করলে দেখতে পাবেন সেটিং এন্ড প্রাইভেসি নামে একটি অপশন আছে, সেই অপশনটিতে ক্লিক করবেন।




  • ক্লিক করার পরে একটু নিচের দিকে প্রাইভেসি শর্টকাট নামে একটি অপশন থাকবে, ওই অপশনটিতে ক্লিক করবেন।




  • ক্লিক করার পর নিচের দিকে মিসকল করলে দেখতে পাবেন অ্যাড প্রিফারেন্স নামের একটি অপশন, এর আন্ডারে তিনটি ছাব অপশন রয়েছে। এর মধ্যে ২ নাম্বার রিভিউ ইওর অ্যাড প্রিফারেন্স অপশনটিতে ক্লিক করবেন।







  • ক্লিক করার পর দেখতে পাবেন কতকগুলি পেজের নাম, যেগুলোতে আপনি রিসেন্টলি ফলো করেছেন। যে পেজ গুলি দেখাবে সেগুলোকে আপনি হাইড করে দিবেন।




  • এছাড়াও নিচের দিকে Advertisers whose ads you have checked অপশনে ক্লিক করে সমস্ত এড হাইড করে দিবেন।
 




  • এবার Back চলে আসুন এড প্রিফারেন্স অপশন এর নিচে অ্যাড সেটিংস নামে একটি অপশন থাকবে সেটিতে ক্লিক করবেন।



  • ক্লিক করার পর চারটি মেনু দেখতে পাবেন। এর মধ্যে ৪ নাম্বার মেনুতে অর্থাৎ এড শো অফ ফেসবুক অপশন এ ক্লিক করে, নিচের দিকে এলাউড নামে একটি অপশন অন অবস্থায় থাকবে, ওটাকে অফ করে দিবেন।
 









  • আবার ব্যাক চলে আসুন তারপর ২ নাম্বার মেনু অর্থাৎ Categories used to reach you অপশনে ক্লিক করবেন।
 



  • ক্লিক করার পর যে ৪ টি মেনু অন অবস্থায় থাকবে সেগুলোকে অফ করে দিতে হবে।
 





  • এরপর কিছুটা নিচে যাওয়ার পর দেখবেন Interest categories নামে একটা অপশন রয়েছে ওটিতে ক্লিক করবেন।
 



  • ক্লিক করার পর অনেকগুলি ক্যাটাগরি দেখতে পাবেন, যদি পারেন তাহলে সব ক্যাটাগরি রিমুভ করে দেন তাহলে আর আসবে না।
 





ইউটিউবে এড বন্ধ করার উপায়

আমরা যখনই ইউটিউবে কোন প্রকার এর ভিডিও দেখতে তাই, তখনই আমাদের সামনে নানা ধরনের বিরক্তিকর অ্যাড চলে আসে, যা আমাদের ভিডিও দেখা এনার্জি নষ্ট করে দেয়। চলুন তাহলে জেনে নেই কোন প্রকার থার্ড পার্টি সফটওয়্যার ছাড়াই কিভাবে ইউটিউবে এড বন্ধ করা যায় - 

আরো পড়ুনঃ কিভাবে মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করা যায়

  • আমরা বেশিরভাগ সময় মোবাইলে YouTube এপ্লিকেশন ব্যবহার করেই ইউটিউবের ভিডিও দেখে থাকি। ধরুন, আপনি YouTube এ কোন নাটক বা সিনেমা বিজ্ঞাপন ছাড়াই দেখতে চাচ্ছেন। তাহলে আপনি যদি করবেন ওই ভিডিওর লিংক কপি করবেন, কপি করার পর আপনার ফোনের যে কোন ব্রাউজারে গিয়ে লিংকটি পেস্ট করবেন, পেস্ট করা ভিডিওর লিংক https://youtu.be/xyz এর মতো দেখতে পাবেন।
  • এরপর আপনাকে যা করতে হবে তা হলো youtu.be লেখার পরে যে / আছে, সেই / এর পূর্বে একটি অতিরিক্ত ডট (.) ব্যবহার করতে হবে। ডট ব্যবহার করলে লিংকটি হবে https://youtu.be./xyz । মাঝখানে কোন ফাঁকা রাখা যাবেনা। এবার আপনি কোন রকম এড ছাড়াই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারবেন। 

এছাড়াও আপনি যদি আপনার স্মার্টফোনে কোন সফটওয়্যার দ্বারা চিরতরে এড বন্ধ করতে চান, তাহলে যে সফটওয়্যার গুলো স্মার্ট ফোনে ভালো কাজ করবে তা হলো- 

  • Vanced 
  • Microg

এই দুটি অ্যাপ অন্যান্য আ্যপের মতো ডাউনলোড করে ইন্সটল করলেই হবে। তবে ইন্সটল করার পূর্বে অবশ্যই আপনার ফোনে থাকা ডিফল্ট YouTube অ্যাপটি ডিজেবল করে নিবেন এবং ভবিষ্যতে আর আপডেট করবেন না। আপডেট করলে এই অ্যাপটি আর কাজ করবে না।


ইমুতে এড বন্ধ করার উপায়

বর্তমানে কমবেশি আমরা সবাই ইমু ব্যবহার করে থাকি। এই ইমু ব্যবহারের সময় নানা ধরনের বিরক্তি করে অ্যাড চলে আসে। চলুন জেনে নিয়েছে এড গুলো কিভাবে বন্ধ করা যায়-

  • প্রথমে আপনি আপনার ফোন থেকে যেকোনো একটি ব্রাউজারে চলে যান
  • এবার উপরের দিকে দেখতে পাবেন একটি সার্চ বক্স রয়েছে সেখানে ক্লিক করুন, imo lite APK লিখে সার্চ করলেই প্রথমে ওয়েবসাইট দেখতে পাবেন, সেখান থেকে ইমু লাইট অ্যাপসটি ডাউনলোড করে নেন।
  • এবার পরবর্তী imo অ্যাপটির মতোই আপনার নাম্বার ও OTP কোড দিয়ে আপনার ইমু প্রোফাইল এ লগইন করুন।
  • হয়ে গেল আপনার অ্যাড ফ্রি ইমু একাউন্ট।
  • এখান থেকে আগের মত আর কোন অ্যাড আপনার ইমুতে শো করবে না। 


যদি আপনি এড ফ্রি ইমু ব্যবহার করতে চান তাহলে আপনাকে ইমু লাইট ব্যবহার করতে হবে। 

কিভাবে গুগল এড বন্ধ করা যায় 

গুগলে ঢুকলে নানা ধরনের বিরক্তি করে অ্যাড শো করে। আপনি চাইলে এড গুলো 50% বন্ধ করে রাখতে পারেন। চলুন জেনে নিই এই এ্যাডগুলো কিভাবে বন্ধ করবেন -


  • Google Chrome ব্রাউজারে Settings> Site Settings থেকে Pop-ups and Redirects এবং Add block করে দিন। 
  • Privacy and security > clear Browsing data তে গিয়ে All Time সিলেক্ট করে Clear Data তে ট্যাপ করে সকল cookie ডিলিট করুন।

তবে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করার পরে, সেই ওয়েবসাইটে এড দেখাতে পারে, কারণ এড দেখিয়ে ওয়েবসাইটের মালিক প্রফেট পান‌।





এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

SM TECHY এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url