ইসলামিক মোটিভেশনাল উক্তি - ইসলামিক শিক্ষামূলক উক্তি

পোস্ট সূচিপত্রঃ ইসলামিক মোটিভেশনাল উক্তি - ইসলামিক শিক্ষামূলক উক্তি

যখন প্রার্থনা অভ্যাসে পরিণত হয়, সফলতা একটি জীবনধারায় পরিণত হয়। তেমনি জীবনকে যদি পরিবর্তন করতে হয়, তাহলে মোটিভেটেড হওয়া অত্যন্ত জরুরী। কেননা মোটিভেশনই পারে আপনার জীবনকে বদলে দিতে। আপনি যদি ভালো মোটিভেশন পেয়ে থাকেন তাহলে আপনার ভালো কাজের প্রতি আগ্রহ বেশি জন্ম নেবে। এর জন্য ইসলামিক পন্থায় মটিভেটেড হওয়া অনেক প্রয়োজন।

ইসলামিক মোটিভেশনাল উক্তি - ইসলামিক শিক্ষামূলক উক্তি


তুমি চলে গেলে ঢেউগুলো থেমে যাবে না। ঐ যে পাথরটা দেখছেন, সেখানে আরবিতে লেখা-

لَنْ يَقِفَ اَلْمَوْجُ بَعْدَ رَحِيلِكَ (The waves will not stop after you are gone)

তুমি চলে গেলে ঢেউগুলো থেমে যাবে না। এর সরল সমীকরণ হলো- আপনার অনুপস্থিতিতে পৃথিবীর কোনও কিছুই থেমে থাকবে না। সুতরাং এই দুনিয়ার ধোঁকায় হারিয়ে যাবেন না।

মহান আল্লাহর ভাষায় এ পার্থিব জীবনের এক বাস্তব চিত্র। আল্লাহ তাআলা বলেন,

كُلُّ نَفْسٍ ذَآئِقَةُ الْمَوْتِ ۗ وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيٰمَةِ ۖ فَمَن زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ ۗ وَمَا الْحَيٰوةُ الدُّنْيَآ إِلَّا مَتٰعُ الْغُرُورِ

প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আর তোমাদেরকে কিয়ামতের দিন পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। তারপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই প্রকৃত সফলতা অর্জন করবে। আর পার্থিব জীবন ধোঁকার সামগ্রী ছাড়া কোনও কিছু নয়। (সূরা আলে ইমরানঃ ১৮৫)

তিনি আরও বলেন,

اعْلَمُوٓا أَنَّمَا الْحَيٰوةُ الدُّنْيَا لَعِبٌ وَلَهْوٌ وَزِينَةٌ وَتَفَاخُرٌۢ بَيْنَكُمْ وَتَكَاثُرٌ فِى الْأَمْوٰلِ وَالْأَوْلٰدِ ۖ كَمَثَلِ غَيْثٍ أَعْجَبَ الْكُفَّارَ نَبَاتُهُۥ ثُمَّ يَهِيجُ فَتَرٰىهُ مُصْفَرًّا ثُمَّ يَكُونُ حُطٰمًا ۖ وَفِى الْءَاخِرَةِ عَذَابٌ شَدِيدٌ وَمَغْفِرَةٌ مِّنَ اللَّهِ وَرِضْوٰنٌ ۚ وَمَا الْحَيٰوةُ الدُّنْيَآ إِلَّا مَتٰعُ الْغُرُورِ

তোমরা জেনে রাখ, পার্থিব জীবন ক্রীড়া-কৌতুক, সাজ-সজ্জা, পারস্পরিক গর্ব-অহমিকা এবং ধন ও জনের প্রাচুর্য ব্যতীত আর কিছু নয়। এটি বৃষ্টির উপমার মতো যার উৎপাদন চাষীদের চমৎকৃত করে, তারপর তা শুকিয়ে যায়, তুমি তখন তা দেখতে পাও হলদে হয়ে গেছে, অবশেষে তা খড়কুটো হয়ে যায়! আর পরকালে আছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। পার্থিব জীবন ধোঁকার সামগ্রী ছাড়া কোনও কিছু নয়। (সূরা আল হাদিদঃ ২০)

ইসলামিক মোটিভেশনাল উক্তি

জীবনকে তো নানা রকম ভাবেই মোটিভেট করা যায়। কিন্তু আমরা যদি মোটিভেটের ধরনটা চেঞ্জ করে শুধুমাত্র ইসলামিক পন্থায় জীবনকে মোটিভেট করতে পারি তাহলে জীবন আরো সুন্দর সুলভ হবে। ইসলামিক উপায়ে জীবনকে মোটিভেট করার জন্য ইসলামে কিছু ম্যাজিক্যাল কথা রয়েছে যা আপনার জীবনকে একদম চেঞ্জ করে দিবে।

জীবনকে পরিবর্তন করার জন্য মোটিভেট হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যদি আমরা ইসলামিক মোটিভেশনাল উক্তি থেকে মটিভেটেড হই তাহলে তো জীবনের গতিই চেঞ্জ হয়ে যাবে। আপনাদের জন্য কিছু সুন্দর সুন্দর মোটিভেশনাল কথা আমি সংগ্রহ করেছি, সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব।

  • কখনো কখনো মানুষ আপনাকে বয়কট করবে, দূরে সরিয়ে দিবে, তবে এগুলোকে পার্সোনালি নিয়ে ভেঙ্গে পড়বেন না। কারণ আল্লাহ সুবহানাহু তা’আলা হয়তো ওদের দিক থেকে দূরে সরিয়ে তাঁর নিজের দিকেই আপনাকে ডাকছেন।
  • যখন অনেক উঁচু স্তরে পৌঁছে যাও তখন নিচের দিকে তাকাও যেন দেখতে পাও কারা তোমাকে এ পর্যায়ে পৌঁছতে সাহায্য করেছে। আর আকাশের দিকে তাকাও যেন আল্লাহ তোমার পদযুগল স্থির রাখেন। অর্থাৎ যেন আল্লাহ তোমার এ মর্যাদা ধরে রাখেন।
  • পাচটি ঘটনার পূর্বে পাচটি জিনিসকে মূল্যবান মনে করবেঃ তোমার বৃদ্ধ বয়সের পূর্বে তোমার যৌবনকে, ব্যাধির পূর্বে স্বাস্থ্যকে, দরিদ্রতার পূবে সচ্ছলতাকে, কর্মব্যস্ততার পূর্বে অবসরকে এবং মৃত্যুর পুর্বে জীবনকে।
  • কোন কিছুকে সংশোধন করতে আমার এত বেশি সংগ্রাম করতে হয়নি, আমার আত্মাকে বশ করতে আমার যত বেশি কঠিন লেগেছে ; কখনো আমি জয়ী হই, কখনো হই পরাজিত।
  • নিশ্চয়ই যে ব্যক্তি একাই একটি শহর দখল করে ফেলে তার চেয়েও শক্তিশালী সেই ব্যক্তি যে নিজের কামনাকে জয় করে।
  • আপনি যেদিন উপলব্ধি করবেন ইসলামের জন্য কী বিশাল পরিমাণ কাজ করা প্রয়োজন অথচ হাতে কতটা কম সময় রয়েছে, সেদিন বুঝতে পারবেন ছুটির দিন কাটানোর মতো কোন সময় নেই।
  • এখনকার তরুণদের সমস্যা হলো, তারা যখনই নতুন কিছু শিখে তখনই মনে করে তারা সব জেনে ফেলেছে।”
  • ধৈর্য এমন একটি গাছ, যার সারা গায়ে কাটা কিন্তু ফল অত্যন্ত মজাদার। (আল হাদিস)
  • সত্য লোকের নিকট অপ্রিয় হইলেও তাহা প্রচার কর। (আল হাদিস)
  • মাতা পিতাকে কষ্ট দিবে না। তারা যদি তোমাকে তোমার সন্তান সন্ততি ও বিষয় সম্পদ থেকে বিচ্ছিন্ন করে দেয় তবুও। (আল হাদিস)
  • আল্লাহ তায়ালার ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন। (আল হাদিস)
  • পূর্ণ অর্জন অপেক্ষায়, পাপ বর্জন করা শ্রেষঠতর। -হযরত আলী (রাঃ)
  • সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ। -হযরত আলী (রাঃ)
  • যে স্থানে থাকা আল্লাহ নিষিদ্ধ করেছেন সেখানে আপনার উপস্থিতি এবং যেখানে থাকতে আল্লাহ আদেশ করেছেন সেখানে আপনার অনুপস্থিতির ব্যাপারে সাবধান হোন।
  • জ্ঞান অর্জন করুন, কারণ আল্লাহ মধ্যবর্তী হয়ে জ্ঞান অর্জন করার জন্য প্রয়োজনীয় যোগাযোগ প্রদান করেন।
  • সালাত আল্লাহ আর মানুষ মধ্যে একটি যোগাযোগ স্থাপনে সাহায্য করে।
  • কষ্ট আপনার আত্মবিশ্বাস বাড়াতে পারে, তবে আল্লাহের নিকট শরণাগতি প্রাপ্ত করে আপনি যেতে পারেন।
  • আপনি যদি শুধুমাত্র মানুষের মত চিন্তা করেন, তাহলে আপনি অসীম সতর্ক থাকতে পারেন। কারণ আল্লাহ আপনার যা করতে পারেন তা অসীম।
  • আমল শুরু করার আগে, প্রার্থনা করুন যাতে আপনি সফলতা অর্জন করতে সাহায্য পেতে।
  • আপনি যদি আপনার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চান, তাহলে প্রথমে আল্লাহর দিকে তাকিয়ে আসুন এবং তার রাহমত চেয়ে দেখান।
  • সময় অত্যধিক গুরুত্বপূর্ণ আসছে, তাই আপনার জীবনে আপনার কাজে আল্লাহর নাম এনে লাগু করুন।
  • স্বাগত্য আগমনের প্রতীক্ষায় থাকা একটি সুন্দর স্থান রেখে নিন, কারণ আল্লাহ আপনার প্রতিযোগিতার ফল দেবেন।
  • আমার পাপ আমাকে ভারী বোঝায়। কিন্তু যখন আমি এটাকে তোমার অনুগ্রহের বিপরীতে পরিমাপ করলাম, হে প্রভু, তোমার ক্ষমা আরও বেশি হয়ে গেল।
  • আল্লাহ সবচেয়ে আশাহীন পরিস্থিতিকে আপনার জীবনের সেরা মুহুর্তে পরিবর্তন করতে পারেন।
  • গতকাল আমি বুদ্ধিমান ছিলাম, তাই আমি বিশ্বকে পরিবর্তন করতে চেয়েছিলাম। আজ আমি জ্ঞানী, তাই আমি নিজেকে পরিবর্তন করছি।
  • নিশ্চয়ই আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের মধ্যে যা আছে তা পরিবর্তন করে।
  • পরের জন্য এই জীবন বিক্রি করুন এবং আপনি উভয়ই জিতে নিন। এর জন্য পরবর্তী জীবন বিক্রি করুন এবং আপনি উভয়ই হারাবেন।
  • ইনশাআল্লাহ আপনাকে একদিন এত ভালবাসা দেওয়া হবে যে আপনি যে কোনও হৃদয় ভাঙার কথা ভুলে যাবেন। প্রার্থনা করুন এবং ধৈর্য ধরুন।
  • বিশ্বাসে সবচেয়ে নিখুঁত বিশ্বাসী সেই ব্যক্তি যার চরিত্র সর্বোত্তম এবং যে তার স্ত্রীর প্রতি সদয়।
  • নিঃসন্দেহে আল্লাহ নম্র এবং নম্রতা পছন্দ করেন এবং তিনি নম্রকে দান করেন যা তিনি কঠোরকে দেন না।
  • তোমাদের মধ্যে তারাই উত্তম যার আচার-আচরণ ও চরিত্র উত্তম।
  • আপনি কি জানেন দান-খয়রাত, রোজা ও নামাজের চেয়ে উত্তম কি? এটি মানুষের মধ্যে শান্তি ও সুসম্পর্ক বজায় রাখে, কারণ ঝগড়া এবং খারাপ অনুভূতি মানবজাতিকে ধ্বংস করে।
  • যে ব্যক্তি জান্নাতে সর্বোত্তম দরজা দিয়ে প্রবেশ করতে চায় তাকে অবশ্যই তার পিতা-মাতাকে খুশি করতে হবে।
  • আমি আমার পিছনে দুটি জিনিস রেখে যাচ্ছি, কুরআন এবং আমার সুন্নাহ, যদি তোমরা এগুলো মেনে চললে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

SM TECHY এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url